রাজধানীতে গণপিটুনিতে ২ যুবক নিহত

আপডেট: April 10, 2025 |
inbound4259644108744984052
print news

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। সোহাগ (২৮) নামের একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিলে‍টিবাজার এলাকায় তিন সন্ত্রাসীকে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।

আমিরুল ইসলাম বলেন, হতাহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও হতাহতরা পলাতক ছিলেন। বুধবার রাতে এক মামলার বাদীকে হুমকি-ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তিনজনকে গণপিটুনি দেয়।

ওসি আরও জানান, তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাঁরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তাঁরা এলাকায়ও আসত না। লালবাগের শহীদ নগর এলাকায় থাকতেন।

Share Now

এই বিভাগের আরও খবর