বগুড়া শিবগঞ্জের কুয়েত প্রবাসীর বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় ব্যারিকেট


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় টিন ও বাঁশের খুটি দিয়ে ব্যারিকেট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পাতারেপাড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল কাদেরের বসত বাড়ীর যাতায়াতের সুযোগ সুবিধার জন্য আড়াই শতক জমি গত ২ মাস পূর্বে একই গ্রামের মহসিনের নিকট থেকে ক্রয় করে।
উক্ত যাতায়াতের রাস্তায় মাটি কেটে প্রসস্ত করতে গেলে একই গ্রামের প্রতি পক্ষ বুলু মিয়ার ছেলে ইসলাম, কছির উদ্দিনের ছেলে আলিমুদ্দিন, তবিবরের ছেলে সোবাহান আলী গংরা একত্রিত হয়ে রাস্তার কাজে বাধা সৃষ্টি করে এবং জোরপূর্বক ভাবে রাস্তায় টিন ও বাঁশের খুটি দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে কুয়েত প্রবাসী আব্দুল কাদের এর স্ত্রী মলি বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত কুয়েত কর্মরত আছেন। আমি এখন অসহায় হয়ে পড়েছি।
প্রতিপক্ষরা আমাকে একা পেয়ে তারা এই সুযোগ নিচ্ছে। তিনি আরো বলেন, বাড়ীর রাস্তার জন্য আড়াই শতক জমি ক্রয় করেছি।
অথচ কয়েক জন একত্রিত হয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করেছে। আমি প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে দ্রুত যাতায়াতের সুযোগ করে দিতে অনুরোধ করছি। এব্যাপারে মহসিন আলীর ভাতিজা
সোবাহান আলী বলেন, আমার দাদারা জমি বিক্রি করেছে। তবে এই দাগের অন্য পার্শ্বে আড়াই শতক জায়গার ব্যবস্থা করা হয়েছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, বিষয়টি আমি জেনেছি, লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।