পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ ইমরান খানের

আপডেট: April 10, 2025 |
inbound7687536160063293414
print news

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিত করেছেন, তিনি দলের সিনিয়র নেতা আজম স্বাতিকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরু করার নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি বৈঠকের সময় দলীয় নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্যই মূলত তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের সঙ্গে দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দ্বার তিনি কখনোই বন্ধ করেননি। তবে তিনি জানান, তার দল বর্তমান সরকারের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না। কেননা তার ভাষ্য, বর্তমান সরকার সত্যিকারের ক্ষমতার অধিকারী নয়।

দলের সিনিয়র নেতা আজম স্বাতি একটি ভিডিওতে প্রকাশ করে জানান, ইমরান খান তাকে আলোচনার ধরণ গোপন রেখে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছিলেন। ইমরান প্রকাশ্যে সামরিক নেতৃত্বের সমালোচনা করলেও, পর্দার আড়ালে প্রচেষ্টা অব্যাহত ছিল।

ভিডিওতে ইমরান খান পুনর্ব্যক্ত করেছেন, সংলাপের উদ্যোগটি তার ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য নয়। এটি পাকিস্তানের গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের ম্যান্ডেটকে প্রতিষ্ঠা করার জন্যই করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতে আইনি লড়াইয়ের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং মুক্তির জন্য কোনো পিছনের দরজা অনুসরণ করবেন না। ইমরান জোর দিয়ে বলেন, সরকারের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলেও সামরিক সংস্থার সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত।

Share Now

এই বিভাগের আরও খবর