বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: April 12, 2025 |
inbound5023883996727507900
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় শ্রমিক কল্যাান ফেডারেশনের আয়োজনে শ্রমিক যোগাযোগ পক্ষ পালান, শ্রমিক দিবস উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল (শুক্রবার) সকালে বগুড়া আইন কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠান বগুড়া শহর সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

বগুড়া শহর শাখার জামায়াতের সেক্রেটারি মাষ্টার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনে সহ-সভাপতি আসলাম হোসেন, লুৎফর রহমান, শাহিনুর আলম,আব্দুল কাদের রানা,রবিউল ইসলাম রাজ, মোর্শেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিকী, জামিল মাহমুদ নূর আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবিদুর রহমান সোহেল বলেন,কুরআনে মধ্যেই শ্রমিকের কল্যাণ নিহত আছে।তিনি কুরআন হাদীসের আলোকে জীবন গড়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর