তরুণরা পুরোনো পথেই হাঁটছে: নুরুল হক নুর

আপডেট: April 12, 2025 |
inbound8397668932463773463
print news

তরুণদের অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে তারা পুরোনো পেশীশক্তি, কালো টাকা ও আধিপত্য বিস্তারের দিকেই ঝুঁকছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নতুন রাজনৈতিক দলের অবস্থা এমন হলে মানুষ খুবই হতাশ হবে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দলীয় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, দেশ কীভাবে চলবে, নির্বাচন ও ক্ষমতার পালাবদল কীভাবে হবে—তার একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। এজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের পরই দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। আমি আশা করি, আগামী নির্বাচন হবে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন।

নুর অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি পক্ষ নতুন সংকট তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য—রাজনৈতিক ফায়দা হাসিল করা।

Share Now

এই বিভাগের আরও খবর