এটা নিছক কোনো পদযাত্রা নয়, মুসলিমদের ঐক্যের সেতু : আজহারি

আপডেট: April 12, 2025 |
inbound6481828443504243719
print news

ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোতে ভরে উঠেছে রাজধানীর ঐতিহাসিক উদ্যান। এই কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন আলোচিত ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি ও প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

শনিবার (১২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. আজহারি লেখেন, “আজকের মার্চ ফর গাজা শুধুই কোনো পদযাত্রা নয়—এটি এ অঞ্চলের মুসলিম উম্মাহর ঐক্যের একটি নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আমি এখন ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এই মিছিলে প্রিয়জনদের নিয়ে আপনিও অংশ নিন।”

একই সময় শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আমি আছি ‘মার্চ ফর গাজা’র পথে। আপনারাও সন্তানদের সঙ্গে নিয়ে আসুন মানবতার এই যাত্রায়।”

এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামক একটি সংগঠন। বিকেল থেকে মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে জনতার ঢল।

ছোট-বড় মিছিল, হাতে লাল-সবুজ ও ফিলিস্তিনের পতাকা হাতে, ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।

আয়োজকরা জানান, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা ও বিশ্ববাসীকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন। তাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ মানুষ এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর