বিচারক সংকটের সঙ্গে লজিস্টিক সমস্যাও আছে : আইন উপদেষ্টা

আপডেট: April 12, 2025 |
inbound7905542487302576696
print news

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং সময়মতো এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, “বিচারক সংকট এবং অবকাঠামোগত সমস্যা রয়েছে, তবে আমরা নতুন করে কাজ শুরু করেছি, নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও অগ্রগতি হচ্ছে। আমাদের সরকার থাকতেই এ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।”

পারিবারিক আদালতের মামলাগুলো আদালতে না এনে সালিশের মাধ্যমে নিষ্পত্তির সম্ভাবনা নিয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি। তিনি যোগ করেন “এটি এখনো চিন্তার পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি সালিশে সমাধান সম্ভব হয়, তাহলে আদালতের চাপ অনেকটাই কমবে।”

পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনাসভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল সহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।

সরকারের চলমান উদ্যোগ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে বিচার বিভাগকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা।

Share Now

এই বিভাগের আরও খবর