জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট: April 16, 2025 |
boishakhinews 26
print news

বাংলা সিনেমার সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা ভালো নয়। আজ বুধবার দুপুরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান।
সনি বলেন, “একদিকে তিনি ক্যান্সারের রোগী অন্যদিক হার্টের সমস্যা। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।”

জাভেদের স্ত্রী ডলি চৌধুরীর বরাত দিয়ে সনি রহমান বলেন, “নায়ক জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডলি চৌধুরী।”

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে জাভেদের অভিষেক হয়। তার চাহিদা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাবানা। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

জাভেদের আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

Share Now

এই বিভাগের আরও খবর