অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে নতুন সভাপতি আজাদ আবুল কালাম

আপডেট: April 20, 2025 |
boishakhinews 40
print news

ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম (৩১০) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু (৩৬৭)।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন।

প্রতিক্রিয়ায় নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আগেও বলেছি, এখনো বলছি সবাইকে সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। আপনারা আগেই জেনেছিলেন অভিনয় শিল্পী সংঘ সরকার থেকে এক খণ্ড জমি পেয়েছিল। সেটা নিয়ে সম্প্রতি একটু জটিলতা হয়েছে। শপথ নেওয়ার পর জমি ফিরিয়ে আনার চেষ্টা করব।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর