শিবগঞ্জের জামায়াতের অফিস উদ্বোধন ও তারুণ্যের সমাবেশে অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও করা হয়েছে।বিকাল ৪ টায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (শনিবার) বিকালে শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়ন শাখার আমির মোঃ আব্দুস কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে আটমূল ভাইয়ের পুকুর বাজেরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৩৭,শিবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ মোঃ শাহাদাতুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া শহর শাখার জামায়াতের নায়েবে আমির আ,ন,ম, আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব এবং শিবগঞ্জ উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আছার উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন আটমুল ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ সোহেল রানা, বাস্তবায়নে ছিলেন আটমুল ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল ওহাব।
এসময়ে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন, জালাল উদ্দীন, আঃ রহমান, ফরিদ উদ্দিন, আলাল উদ্দীন, রেজাউল, রুহুল আমিন, শরিফুল ইসলাম, আকবর আলী, মাসুম বিল্লাহ, গাজিউল ইসলাম, সামিরুল ইসলাম, আঃ বাকী, মোজাহার আলী, আত্তাফুল, আফের উদ্দিন সহ শত শত জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামী আটমুল ইউনিয়ন শাখার ভাইয়ের পুকুর বাজারে অফিস উদ্বোধন এবং বিশেষ মোনাজাত করা হয়।