জয়পুরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ

আপডেট: April 21, 2025 |
inbound3233969344069294353
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের এডিপির বরাদ্দের আওতায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ ২০২৫ উদ্বোধন হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিআরটিএ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান’ র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর রাম কৃষ্ণ পোদ্দার, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই-আলম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা: ওলিউজ্জামান ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত প্রমুখ।

প্রশিক্ষণে বাস, মিনিবাস ও সিএনজি অটো রিকশার ৫০ জন চালক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী দুর্ঘটনা প্রতিরোধে সর্ব প্রথম চালকদের অধিক সচেতন হওয়ার তাগিদ দেন। কারন, একটা দূর্ঘটনা সারা জীবনের জন্য কান্না।

Share Now

এই বিভাগের আরও খবর