জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি মঙ্গলবার

আপডেট: April 21, 2025 |
inbound7174610976229751654
print news

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

আপিল শুনানি শুরুর আবেদনের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তিন বিচারপতির আপিল বিভাগ আজ এই আদেশ দেন।

একাত্তরে মানতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯শে জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর