এক মাসে গাজায় ৬০০ শিশু নিহত

আপডেট: April 22, 2025 |
inbound1371162321304905166
print news

যুদ্ধবিরতি ভঙ্গ করে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাজায় তীব্র মাত্রায় হামলা চালাচ্ছে দখদার ইসরায়েল। এই এক মাসেই প্রায় ৬০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে আরও ১৬০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) জাতিসংঘের শিশু সংস্থা-ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ এ তথ্য জানিয়েছে। খবর তুর্কী বার্তা সংস্থা আনাদোলুর।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় ৬০০ জন শিশু নিহত এবং আরও ১,৬০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে।

এক বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সংকট এখন সম্ভবত ২০২৩ সালের অক্টোবরের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মার্চ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৮৬৪ জন নিহত এবং প্রায় ৪ হাজার ৯০০ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনীর নৃশংস হামলায় ৫১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ অঞ্চলটির ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Share Now

এই বিভাগের আরও খবর