এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান

আপডেট: April 24, 2025 |
inbound644920900887437300
print news

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে সিন্দু পানি চুক্তি বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। এবার এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিতসহ গুরুত্বপূর্ণ ছয়টি পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

এর আগে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত।

ভারতের এসব সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এ বৈঠকের পর ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

তারা ঘোষণা দিয়েছে, ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তি বাতিলের করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারত এ যুদ্ধে জড়িত হয়। ওই সময় দুই দেশের সেনাদের মধ্যে লড়াই হয়। যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এরপর ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে।

ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘাহ সীমান্ত ক্রসিংও বন্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবে না এবং আসবেও না বলে জানিয়েছে দেশটি।

এনএসসি আরও ঘোষণা দিয়েছে, নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।

এছাড়া, সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ।

এরসঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে। যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

Share Now

এই বিভাগের আরও খবর