আকা ওয়েব সিরিজে অভিনয় করছেন আফরান নিশো-নাবিলা

আপডেট: April 30, 2025 |
boishakhinews 78
print news

অভিনেত্রী নাবিলা ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপরে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। এবার অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে!

জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’-তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা। শুরুর দিকে শোনা গিয়েছিল, এই সিরিজে নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। সর্বশেষ খবর অনুযায়ী, তটিনিকে নয়, বরং সিরিজটিতে দেখা যাবে নাবিলাকেই।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’-এর ঘনিষ্ঠ সূত্র জানায়, নাবিলা এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন। যদিও এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ বা নাবিলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

অন্যদিকে, ‘দাগি’ সিনেমার সাফল্যে এখনো উচ্ছ্বসিত আফরান নিশো। সিনেমাটিতে দর্শক তাকে ভিন্নরূপে আবিষ্কার করেছেন। সেই ধারাবাহিকতায় ‘আকা’ ওয়েব সিরিজ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

জানা গেছে, সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। এছাড়াও, সিরিজটির নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘আকা’, তবে ‘আজাদ’ নামটিও বিবেচনায় রয়েছে।

ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন ধারার থ্রিলিং অভিজ্ঞতা।

Share Now

এই বিভাগের আরও খবর