জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

আপডেট: May 1, 2025 |
inbound2451340304175811210
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগরে জামায়াতের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শহর সেক্রেটারি মিজানুর রহমান, শহরের নায়েবে আমীর মাওলানা ছাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ অনেকেই।

বক্তারা বলেন, জনকল্যাণ মুখী আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে সকল শ্রেণিপেশার মানুষকে অংশ গ্রহনের জন্য জামায়াত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর