তফসিল ঘোষণা, দীর্ঘ ৩২ বছর পর ৩১ জুলাই জাকসু নির্বাচন

আপডেট: May 1, 2025 |
inbound8316870330103193764
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ মে) রাত প্রায় সাড়ে ১২ টায় জাবি উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ তফসিল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ২০২৫ খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে।

২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা  হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

inbound4259395268903706742

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই  বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীগণ। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

inbound3361712836219385722

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ১১ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জুলাই।

তফসিলে আরও বলা হয়, আগামী ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সবকিছু শেষে আগামী ৩১ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অত:পর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতির চাহিদা অনুযায়ী দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

Share Now

এই বিভাগের আরও খবর