“আমার আম্মুর পাশে করব দিও,প্লিজ”।লিখে আত্মহত্যা

আপডেট: May 3, 2025 |
inbound5680046308972502450
print news

তরিকুল ইসলাম,গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাজ হাসান আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (৩ মে) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলার নিজ গ্রামের বাড়িতে তিনি আত্মহত্যা করেন।মৃত্যুর আগে রেখা যান একটি চিরকুট।সেখানে তিনি লিখেন,

“কিছু কিছু সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায়, ততই মঙ্গল। আমার বেঁচে থাকাটা এখন এই পৃথিবীর সবার জন্যই অমঙ্গল। তাই যত দ্রুত মারা যায়, ততই ভালো। তাহলে আজকেই নয় কেন?”

“আমার মৃত্যুর জন্য আমি ই একমাত্র দায়ী। দিতির জন্য কষ্ট হচ্ছে খুব। Sorry ree।”

চিরকুটে অনুরোধ করে বলেন,”আমার আম্মুর পাশে করব দিও, প্লিজ।”

inbound950424792316396215

বিষয়টি নিশ্চিত করে বিভাগের চেয়ারম্যান ড. সুলায়মান হোসেন মিন্টু জানান, “রাহাজ হাসান বর্তমানে একটি মাল্টিন্যাশনাল ক্যাটেগরির কোম্পানিতে কর্মরত ছিলেন।

তিনদিনের ছুটি নিয়ে নড়াইলের নিজ বাড়িতে এসেছিলেন এবং সেখানেই আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।”

উল্লেখ্য, উদ্ধারকৃত চিরকুটে রক্তের ফোঁটা লেগে থাকতে দেখা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর