সদর উপজেলায় কৃষক প্রশিক্ষণ

আপডেট: May 5, 2025 |
inbound2299878459122031823
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার।

কৃষি প্রধান দেশ হিসেবে এ দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি কৃষকদের শস্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিতে হবে।

দেশের খাদ্য ঘাটতি দূর করতে পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে।

দেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে জাতীয় কৃষি নীতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, কৃষি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ সকলে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি দেশের সার্বিক উন্নয়নে কৃষি উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

তিনি রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট সদর আয়োজিত কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, কৃষি সম্প্রসারন অফিসার ফারজানা ইয়াসমিন।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ২টি সেশনে ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর