নওগাঁ জেলা আওয়ামিলীগ এর কার্যালয় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: May 5, 2025 |
inbound5316677396417623787
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের ৭তলা ভবনের লিফটের খালি জায়গাঁ থেকে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

দুপুরে খবর পেয়ে পুলিশ পৌছে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন। নিহত দেলোয়ার হোসেন নওগাঁ শহরের চকদেব পাড়া মহল্লার মৃত মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবক লিফটের তার ও রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ভবনটির ৭ তলায় উঠেছিলেন।

চুরি করার সময় অসাবধানতা বশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার পর বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা জনৈক সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট নওগাঁ জেলা আওয়ামী লীগের পার্টি অফিস ৭ তলা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

সেই দিনের পর থেকেই এই ৭ তলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না।

আজ রবিবার দুপুর ২টারদিকে আশপাশের লোকজন শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় এবং ভবনের নিচ তলায় লিফটের ফাঁকা জায়গাঁয় একজন যুবক কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়।

এব্যাপারে নওগাঁ সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না এক পর্যায়ে ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর