শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম রিমান্ডে

আপডেট: May 5, 2025 |
inbound6717998172428685313
print news

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার – ১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকার একটি বিচারিক আদালত পুলিশের সাতদিন রিমান্ড চেয়ে করা আবেদনের শুনানি করে এ আদেশ দিয়েছে।

চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জাফর আলম।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গত ২৭ শে এপ্রিল জাফর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২০২৩ সালের ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে মহাসমাবেশে হামলা চালানো হলে যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর