নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা: ইইউ রাষ্ট্রদূত

আপডেট: May 5, 2025 |
inbound8330091119928751754
print news

জাতীয় নির্বাচন কবে হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব বিষয়, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি মনে করেন, নির্বাচন কার্যকর ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কারগুলো আগে থেকেই সম্পন্ন করা উচিত।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত মিলার বলেন, “আমরা আশা করি, রাজনৈতিক দলসমূহ এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্মিলিতভাবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করবে।” তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পরিচালনায় সহায়তা দিতে আগ্রহী, তবে নির্বাচনের সময় নির্ধারণ একান্তই বাংলাদেশের বিষয়।

জুলাইয়ের গণ-আন্দোলনের সময় নিহত ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, “দোষীদের বিচারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

রাজনৈতিক পরিবর্তনের ফলে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে, সেটিকে ‘বড় সম্ভাবনা’ বলে আখ্যায়িত করে মিলার বলেন, “এই সুযোগ কাজে লাগানো দরকার, এখনই সময়।”

রাখাইনে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উভয় পক্ষের ভুক্তভোগীদের সহায়তা দেওয়া জরুরি। ত্রাণ যেন সবার কাছে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

পাচার হওয়া অর্থ ইইউ থেকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, “এ জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর