বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন

আপডেট: May 5, 2025 |
inbound2625908605516344375
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসাচির অংশ হিসাবে বগুড়ায় দুই ঘন্টাব্যাপী কর্ম বিরতি পালন করেছে বগুড়া জেলা শাখা।

০৫ মে (সোমবার) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতের সেরেস্তাদার ও রাজশাহী বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহকারী জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাবরক্ষক লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীগন।

এসময় বক্তব্য বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন,অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে স্বকৃিতি প্রদান এবং তাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়।

তারা আরও বলেন,বিদ্যামান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ থেকে ৬ গ্রেডের, পরবর্তী ৭ থেকে ১২ গ্রেডভুক্ত করা,ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, যেগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হব।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,দাবিগুলো মানা না হলে কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়া ষোষণা দেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর