জন্ম মাসে মা মারা যাওয়ায় জন্মদিনে কোনো আয়োজন রাখেন না ওমর সানী

আপডেট: May 6, 2025 |
boishakhinews 16
print news

নব্বই দশকে রুপালি পর্দায় রাজত্ব করা জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার (৬ মে) ৫৭ বছর পূর্ণ করলেন এই নায়ক। তবে বিশেষ দিনটি ঘিরে কোনো আয়োজন রাখেন না। কারণ এই মাসেই চিরবিদায় নিয়েছেন তার প্রিয় মা। তাই এই নায়কের জন্য দিনটি যেমন আনন্দের, তেমনি বেদনার!

ওমর সানী বলেন, “আজ আমার জন্মদিন। এই দিনে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আমি পৃথিবীতে এসেছি। দিনটি আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টের। কারণ এই মাসেই আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার কষ্টের, এ কারণেই আমি কোনো আয়োজন রাখি না।”

তবে জন্মদিনে নিজের রেস্তোরাঁয় স্টাফদের সৌজন্যে কেক কাটবেন বলে জানিয়েছেন এই নায়ক। পাশাপাশি সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, সেখানেও উপস্থিত হবেন।

এদিকে, ওমর সানীর স্ত্রী ও অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে বসবাস করছেন। মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের পাশে থেকে দায়িত্ব পালন করছেন। খুব শিগগির মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানান ওমর সানী। বরং তিনি নিজেই সব কাজ গুছিয়ে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন।

১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ওমর সানী। এরপর উপহার দেন একের পর এক সুপারহিট সিনেমা। রোমান্টিক হিরো থেকে শুরু করে অ্যাকশন ও খলনায়কের ভূমিকায়ও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ১৯৯৬ সালে জনপ্রিয় নায়িকা মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। তাদের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর