অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

আপডেট: May 7, 2025 |
inbound1273534228838075313
print news

১৭ বছর পর দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানের ‘ফিরোজা’ থেকে ধানমন্ডির হাসপাতালে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি রয়েছেন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, যিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

হাসপাতালে আগে থেকেই উপস্থিত ছিলেন জোবাইদার বড় বোন শাহীনা জামান। কেবিনে ঢুকে মাকে জড়িয়ে ধরেন জোবাইদা, দীর্ঘদিন পর মা-মেয়ের এ আবেগঘন পুনর্মিলন অনেকের চোখে জল এনে দেয়।

জোবাইদার আগমনে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুরভী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু, যার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘স্বাধীনতা পদক’।

হাসপাতালে জোবাইদার উপস্থিতিতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত, নাসির উদ্দিন অসীম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, নুরুদ্দিন আহাম্মেদ অপু, এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

জোবাইদা রাত সাড়ে ৮টা পর্যন্ত মায়ের সঙ্গে সময় কাটান। সেখান থেকে যাওয়ার কথা ছিল ধানমন্ডি ৫ নম্বর সড়কে বাবার বাসা ‘মাহবুব ভবন’-এ। ছোট মেয়ের আগমন উপলক্ষে দুই দিন আগেই প্রস্তুত করা হয় এই পৈত্রিক বাসা, যেখানে বর্তমানে বসবাস করেন তার মা ও বড় বোন।

২০০৮ সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই প্রবাসে ছিলেন জোবাইদা। ফিরলেন ১৭ বছর পর, মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে আসেন তিনি

ও ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি। দেশে পৌঁছেই নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে দুপুরে ফিরোজায় যান তারা।

Share Now

এই বিভাগের আরও খবর