আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ট্রফি জিতলেন রানটাইম রাশার্স

আপডেট: May 8, 2025 |
inbound5504868281900799867
print news

ডিআইইউ প্রতিবেদক: জমজমাট ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের। ফাইনালে ম্যাচে “রানটাইম রাশার্স ও ব্রেভ রক”

আজ বুধবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা ৩:০০ টার সময় শুরু হওয়া ফাইনাল ম্যাচে রানটাইম রাশার্স ৩ টা গোলে জয়লাভ করেন। প্রতিপক্ষ দল ২ টা গোল দিয়েছে।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলতে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। খেলায় গোল সমান থাকলেও শেষ সময়ে এসে রানটাইম রাশার্স জয় লাভ করেন।

ফাইনাল রাউন্ড পর্যন্ত আসাটা তাদের জন্য খুবই কষ্ট কর ছিলো বিভাগের বেশকিছু ভালো ভালো দলকে হারিয়ে আজকে তাঁরা ফাইনাল রাউন্ডে খেলেছেন।

তবে আজকের এই খেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট সিলেকশন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী সহ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকগণ।

খেলা শেষে প্রত্যেকের হাতে পুরষ্কার তুলে দেন। হারজিত ভুলে সবাই কাঁধেকাঁধ মিলিয়ে মাঠ ত্যাগ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর