আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে

আপডেট: May 10, 2025 |
inbound6896359492144715098
print news

স্বৈরশাসন ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে, এই দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন সরকার সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। পাশাপাশি জনগণকে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলায় ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

সরকার ইতোমধ্যেই জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় নিষিদ্ধ করেছে।

একইসঙ্গে, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর