ভক্তদের প্রশংসা কুড়াল অপু বিশ্বাস ও জয়ের আনন্দঘন মুহূর্তের ছবি


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয় জন্ম থেকেই ‘স্টার কিড’ হিসেবে আলোচনায়। ব্যস্ততার অবসরে অপু বিশ্বাস যখনই সময় পান, ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান।
শনিবার সকালে সামাজিক মাধ্যমে ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে দেখা যায়, জয় মায়ের হাতে স্নেহভরে চুমু দিচ্ছে। অপু বিশ্বাস ছেলের মুখে মমতার ছোঁয়া দিয়ে যেন কিছু বলছেন, আর জয় মনোযোগ দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মা-ছেলের এই মুহূর্তগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
এ সময় দুজনের পোশাকেও ছিল চমক। আগেও সাদা রঙে মা-ছেলের ম্যাচিং লুক দেখা গেলেও এবার ছিল ভিন্নতা। এদিন অপু বিশ্বাস পরেছিলেন সাদা-কালো আর সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা, সাথে কালো স্লিপার ও সানগ্লাস। অন্যদিকে, জয়ের পরনে ছিল সাদা শার্ট আর নীল জিন্স, পায়ে স্যান্ডেল। দুজনের সাজে ধরা দিয়েছে সাবলীল স্টাইল আর ন্যাচারাল সৌন্দর্য।
ছবিগুলোতে মা-ছেলেকে নানা পোজে দেখা যায়। এর আগেও অপু বিশ্বাস ছেলেকে নিয়ে ঘুরেছেন দেশের বাইরে। কয়েক মাস আগে সিঙ্গাপুর ভ্রমণের সময় মারলায়ন পার্কের সামনে তাদের ছবি ভক্তদের মুগ্ধ করেছিল।