যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদি-শাহবাজের প্রশংসায় ড. ইউনূস

আপডেট: May 11, 2025 |
inbound4044338756887467271
print news

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টায় এক পোস্টে এই প্রশংসা করেন তিনি।

পোস্টে প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি।

রাষ্ট্রপতি ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

তিনি আরও লিখেন, ‘কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ আমাদের দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে।’

এদিকে, শনিবার বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছেন প্রতিদ্বন্দ্বী দেশ দুটি।

Share Now

এই বিভাগের আরও খবর