দ্বিতীয়বার জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড

আপডেট: May 12, 2025 |
boishakhinews 45
print news

জমজ সন্তানের মা হলেন হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। একটি পুত্র ও একটি কন্যাসন্তানের মা হয়েছেন ‘দ্য ওয়ার্ড’ তারকা। যুক্তরাষ্ট্রিভিত্তিক পিপল ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে।

অ্যাম্বার হার্ডের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে খবরটি নিশ্চিত করে দ্য পিপল-কে বলেন, “অ্যাম্বার জমজ সন্তানদের স্বাগত জানাতে এবং তার পরিবারকে সম্পূর্ণ করতে পেরে আনন্দিত। মা-সন্তানেরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। উনা খুব আনন্দের সঙ্গে সময় পার করছে।”

এ ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেন অ্যাম্বার হার্ড

 

সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের মা হন অ্যাম্বার। ২০২১ সালে জন্ম নেয় কন্যা উন। তার বয়স এখন ৪ বছর। গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দেন অ্যাম্বার। রবিবার (১১ মে) ইনস্টাগ্রামে দুই শিশুর পায়ের ছবি পোস্ট করে জমজ সন্তানের মা হওয়ার আনন্দের খবরটি অ্যাম্বার নিজেও জানিয়েছেন।

৩৯ বছরের অ্যাম্বার হার্ড ছবির ক্যাপশনে লেখেন, “২০২৫ সালের মা দিবস কখনো ভুলব না। বছরের পর বছর ধরে পরিবারটি গড়ে তোলার চেষ্টা করেছি, আর সেই পূর্ণতা উদযাপনের অভিব্যক্তি প্রকাশের ভাষা জানা নেই। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি জানাচ্ছি, আমি হার্ড গ্যাংয়ে জমজদের স্বাগত জানিয়েছি।”

জমজ সন্তানের নাম জানিয়ে অ্যাম্বার হার্ড লেখেন, “আমার মেয়ে অ্যাগনেস এবং পুত্র ওশান আমার কোল (আমার হৃদয়) পূর্ণ করেছে।”

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে অ্যাম্বার হার্ড লেখেন, “চার বছর আগে যখন আমার প্রথম কন্যা উনার জন্ম হয়, তখন আমার পৃথিবী চিরতরে বদলে যায়। আমি ভেবেছিলাম এর চেয়ে বেশি আনন্দিত হওয়া যায় না। এখন আমি তিন গুণ বেশি আনন্দিত।”

“আমার ফার্টিলিটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।” লেখেন অ্যাম্বার হার্ড।

 

অ্যাম্বার হার্ড একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে। কিন্তু দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড।

এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। আর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড। এ নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। ২০২২ সালে এসব জটিলতার অবসান ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর