পাঁচবিবির বাগজানা ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট: May 13, 2025 |
inbound3724182688624023923
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী ।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টায় ভূমি অফিস পরিদর্শন কালে কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে কোন ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।

এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন।

পরে তিনি বাগজানা ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে গ্রাম আদালত সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, ইউপি সচীব আব্দুল মুমিন, ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ হিস সায়াদ, ইউপি সদস্য কাওছার আলী, খলিলুর রহমান খলিল প্রমুখ।

শেষে উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দ্দা মশগুল ও জীবনপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন।

Share Now

এই বিভাগের আরও খবর