ব্যাটিং করতে খুব ভালো লাগে : তাসনুভা তিশা

আপডেট: May 14, 2025 |
boishakhinews 53
print news

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ২০১৩ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর মোস্তফা কামাল রাজের ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন।

ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তিশার। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি কখনো ক্রিকেট খেলা শিখিনি। এখন শেখার চেষ্টা করছি। তবে ব্যাটিং করতে খুব ভালো লাগে।”

ব্যাটিংয়ের প্রতি ভালোবাসার স্মৃতিচারণ করে তাসনুভা তিশা বলেন, “আমি ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতাম। যখন পাড়ার ছেলেরা খেলতো, আমি তাদের কাছে গিয়ে বলতাম— নেও আমাকে খেলায়। কিন্তু তারা খেলায় নিতো না, কারণ আমার ব্যাট ছিল না।”
শুধু অভিনয়ে নয়, নিজ প্রতিভা ও পরিশ্রম দিয়ে তিশা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন বহু নাটক ও ভিন্নধর্মী চরিত্র। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।

বর্তমান ব্যস্ততা নিয়ে তিশা বলেন, “এখন কোরবানি ঈদের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। শুটিং চলছে, সামনে আরো কয়েকটি শুটিং রয়েছে। পুরো সময়টাই ঈদের কাজ ঘিরে কেটে যাচ্ছে।”

নাটক, ক্রিকেট কিংবা সোশ্যাল মিডিয়া— তাসনুভা তিশা প্রতিটি জায়গায়ই ছড়িয়ে দিচ্ছেন তার অনন্য উপস্থিতি।

Share Now

এই বিভাগের আরও খবর