জয়পুরহাট পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ডের অধীনস্থ সুগারমিল রোড হতে বুলুপাড়া
চরকতলি রোড পর্যন্ত ৯০৫ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১৭ মে) শনিবার দুপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাঃ সবুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী-আবু জাফর মোঃ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্প (LGCRRP)এর আওতায়- বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি সোবহান এন্ড ব্রাদার্স এর মাধ্যমে জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।