বিজিবির অভিযানে সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক


ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ২০ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তত্ত্বাবধানে তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া ও সোনালীচেলা বিওপি’র যৌথ টহল দল অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্কিন ব্রাইট ক্রিম, অরিস ব্র্যান্ডের সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেটসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য এবং গবাদিপশু (গরু) আটক করা হয়।
পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বাংলাদেশি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক (CO/অধিনায়ক/পরিচালক, সিলেট ব্যাটালিয়ন) বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যেখানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, “জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”