পাকিস্তানে আবারও আসতে পেরে ভালো লাগছে: সাকিব আল হাসান

আপডেট: May 18, 2025 |
boishakhinews 61
print news

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সর্বশেষ গত নভেম্বর আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ছয় মাস পর আজ লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

লাহোরের একাদশে সাকিব থাকবেন কি না, তা জানতে অবশ্য আরো ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হবে।

তবে পিএসএলের মাঝপথে ডাক পাওয়া বাংলাদেশি অলরাউন্ডার মাঠে নামতে প্রস্তুত আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।

পাকিস্তানে ক্রিকেট খেলা সব সময় উপভোগ করেন বলে লাহোরের প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন সাকিব। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘পাকিস্তানে খেলতে আসাটা সব সময় উপভোগ করি। ক্রিকেটের দিক থেকে আমার জন্য খুবই ভালো একটা জায়গা।

পাকিস্তানে আবারও আসতে পেরে ভালো লাগছে।’
পেশোয়ার জালমির বিপক্ষে আজ রাত ৯টায় মাঠে নামবে লাহোর। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুত আছেন বলে জানিয়ে সাকিব বলেছেন, ‘ছন্দে ফিরতে কয়েক ওভার বল করতে চেয়েছি। যা চেয়েছি তা পেয়েছি বলে মনে করি।

অনেক দিন পর ম্যাচ খেলব তাই কিছুটা হলেও একটা তাড়াহুড়া আছে। তাই আমি নিশ্চিত করতে চাই যে, আগামীকালের (আজ) ম্যাচের জন্য প্রস্তুত আছি।’

এক সেশনের অনুশীলন আদর্শ না হলেও ব্যাট-বলের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘ভালো অনুভব করছি। অবশ্যই এক সেশনের অনুশীলন আদর্শ নয়, তবে আমাকে এই অনুশীলন সেশন থেকেই কিছু নিতে হবে।

আমি মনে করি, আমার জন্য ভালো দিন ছিল। আমার ভালো ঘুম হয়েছিল, যা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে ভালো সেশন কেটেছে। মনে করি প্রস্তুত আছি।’

Share Now

এই বিভাগের আরও খবর