ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

আপডেট: May 18, 2025 |
inbound8845481429782043123
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- ডিআইইউ এর প্রতিনিধিরা।

রবিবার (১৮ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে সমিতির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধি শামীম মাতুব্বর।

শুভেচ্ছা বিনিময়কালে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধি শামীম মাতুব্বর বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি।

শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকার রয়েছে। আশা করি সাংবাদিক সমিতির সদস্যরা ক্যাম্পাসে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করবে।”

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “আমরা সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের পাশে সবসময় থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর