বিতর্কের মঞ্চে সেরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ: ছায়া সংসদে চ্যাম্পিয়ন


আবিদ হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি: এটিএন বাংলার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান “ডিবেট ফর ডেমোক্রেসি”-র ছায়া সংসদ পর্বে সোহরাওয়ার্দী কলেজ অসাধারণ বিতর্ক উপস্থাপন করে জয় ছিনিয়ে নিয়েছে। বিতর্কের প্রতিপক্ষ হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
বিতর্কের বিষয় ছিল: “আইএমএফ এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি ছায়া সংসদ” — যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত ইস্যু।
ছায়া সংসদের কাঠামোতে বিতর্ক অনুষ্ঠিত হওয়ায় অংশগ্রহণকারীদের শুধু মতামত নয়, প্রাসঙ্গিক অর্থনৈতিক বিশ্লেষণ, রাষ্ট্রীয় নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল দিকগুলো নিয়েও যুক্তি উপস্থাপন করতে হয়েছে।
১৭ মে (শনিবার) সকাল ১১ টায় বিতর্ক শুরু হয়।এতে সরকারি দল হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলের ভূমিকায় সোহরাওয়ার্দী কলেজ ছিল।
দলের নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা আশিকা জান্নাত। তাকে সহায়তা করেন বিরোধী দলীয় উপনেতা ফাহিমুল ইসলাম।
দলের অন্যান্য সংসদ সদস্য ছিলেন সাবরিনা সুলতানা, আওলাদ জিসান এবং মোঃ শাহরিয়ার আজিম। তারা সুসংগঠিত ও তথ্যনির্ভর যুক্তির মাধ্যমে দর্শক ও বিচারকদের মন জয় করে নেন।
তারা বৈদেশিক ঋণের উপর নির্ভরতা, আইএমএফ-এর শর্তের প্রভাব, দেশের সার্বভৌমত্ব এবং বিকল্প অর্থনৈতিক কৌশল নিয়ে বাস্তবভিত্তিক ও পরিসংখ্যাননির্ভর যুক্তি তুলে ধরেন।
তাদের যুক্তির প্রধান জোর ছিল, আন্তর্জাতিক সাহায্যের চেয়ে দেশের স্বনির্ভরতা, দুর্নীতির লাগাম টেনে ধরা এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের ওপর।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে গণতন্ত্র, রাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক ইস্যু নিয়ে যুক্তিসম্মত আলোচনা করতে উদ্বুদ্ধ করা।
ছায়া সংসদ ফর্ম্যাটে বিতর্ক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় প্রক্রিয়া, যুক্তি প্রদর্শন এবং নীতিগত চিন্তাভাবনায় দক্ষতা অর্জন করতে পারে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলার নির্ধারিত সময়সূচী অনুযায়ী।
সোহরাওয়ার্দী কলেজের দলনেত্রী আশিকা জান্নাত বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের দলনেতা হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসি থেকে বিজয়ী হয়ে ফেরা যেনো এক অসাধারণ অনুভূতি।
এই বিজয় সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে আমাদের অধ্যক্ষ শ্রদ্ধেয় কাকলী মুখোপাধ্যায় ম্যাম, নাসিমা আক্তার ম্যাম, আসমা আক্তার বেলি ম্যাম ওনাদের সহযোগিতা ছিলো অসামান্য।
আমার টিমের প্রত্যেকে খুবই ডেডিকেটেড ছিলো এবং আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে দলনেতা হিসেবে উপস্থিত হওয়াকে নিজের জন্য সৌভাগ্য মনে করি।
সর্বশেষ মহান রবের শুকরিয়া তিনি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের সক্ষমতা দিয়েছেন। আলহামদুল্লাহ।
দলের সংসদ সদস্য ও সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান জানান,“সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের প্রথমবারের মতো জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে আমাদের ক্লাবের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।
সভাপতি হিসেবে আমি গভীর আনন্দিত , গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই সাফল্যের পেছনে আমাদের প্রতিটি বিতার্কিকের নিষ্ঠা, নিয়মিত অনুশীলন এবং মানসিক দৃঢ়তার বড় ভূমিকা রয়েছে।
পাশাপাশি, ক্লাবের প্রশিক্ষকবৃন্দ, প্রাক্তন বিতার্কিক এবং কলেজ প্রশাসনের সহায়তা ও প্রেরণা আমাদেরকে এই অর্জনের পথে এগিয়ে নিয়ে গেছে।
এই জয় শুধুমাত্র একটি ট্রফি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের সততা, যুক্তি এবং দলের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি।
আমরা বিশ্বাস করি, যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এগিয়ে যাওয়ার এই যাত্রায় আমরা সকলের দোয়া ও সহায়তা কামনা করি। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখাই আমাদের অঙ্গীকার।”