সংযুক্ত আরব আমিরাতে আরো একটি ম‌্যাচ খেলতে চাচ্ছে বাংলাদেশ

আপডেট: May 18, 2025 |
boishakhinews 64
print news

সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি খেলতে গিয়েছে বাংলাদেশ। শনিবার(১৭ মে) শারজাহতে প্রথম ম‌্যাচে বাংলাদেশ অনায়েসে জয় পায় ২৭ রানে। সিরিজের দ্বিতীয় ম‌্যাচ আগামীকাল সোমবার (১৯ মে) একই মাঠে অনুষ্ঠিত হবে।

তবে সিরিজে আরো একটি ম‌্যাচ খেলতে চায় বাংলাদেশ। এজন‌্য সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটুকু জানা গেছে, এমিরেটস ক্রিকেট বোর্ডও খেলার ব‌্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন।

আগের সূচি অনুযায়ী, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি খেলে সেখান থেকে পাকিস্তানে যাওয়ার কথা। পাঁচ টি-টোয়েন্টি খেলতে দল যাবে পাকিস্তানে। খেলা হবে ইসলামাবাদ ও করাচিতে। কিন্তু সিরিজ পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়ে আরো একটি ম‌্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ।

 

শাহরিয়ার নাফিস বলেছেন, ‘‘আমরা একটা প্রস্তাব এমিরেটস ক্রিকেট বোর্ডকে দিয়েছি, একটি বাড়তি ম‌্যাচ আমরা খেলতে আগ্রহী। তারাও ইতিবাচক। চূড়ান্ত হলে আমরা অবশ‌্যই ঘোষণা দেব।’’

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এবারের সফর এফটিপির বাইরে দুই দেশের বোর্ডের সমঝোতার ভিত্তিতে হয়েছে। নতুন করে একটি ম‌্যাচ বাড়লে দুই দেশেরই লাভ। এর আগে একবারই দুই দল দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল। সেটাও দুই ম‌্যাচের ছিল। ১৯ মে দ্বিতীয় টি-টোয়েন্টির পর একদিন বিরতি দিয়ে তৃতীয় ম‌্যাচটি হতে পারে।

পিএসএলের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী সেদিনই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে।

ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বিসিবি আরেকটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে। ২১ মে ম্যাচটি খেলে ২৩ মে দলের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। সরকার থেকে এরই মধ্যে পাকিস্তানে যেতে অনুমতি পেয়েছে বিসিবি। তবে কোনো ক্রিকেটার পাকিস্তানে নিরাপত্তার কারণে যেতে না চাইলে বিসিবি তাকে দেশে ফেরত আনাবে। যতটুকু জানা গেছে, কোনো ক্রিকেটার এখনও পাকিস্তানে যেতে অসম্মতি জানায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর