বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: May 18, 2025 |
inbound2760389089253630569
print news

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘ পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ মে) সকালে একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুশৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে।

উপাচার্য বলেন, ইতিবাচক ভাবমূর্তি বিনির্মানের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে।

এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য তিনি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-কে ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা প্রশাসনিক কাজে গতিশীলতা আনবে এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর