আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারত

আপডেট: May 19, 2025 |
inbound3916006227093125667
print news

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা শুরু হলে দুই দেশের ক্রিকেট সংস্থা ও ক্রিকেটারদের মধ্যেও উত্তাপ ছড়িয়ে পড়েছিল।

পাকিস্তানের সঙ্গে আর কোনো টুর্নামেন্টে মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তও প্রাথমিকভাবে নিয়ে ফেলেছিল ভারত। যে কারণে শঙ্কা তৈরি হয়েছিল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে।

অবশেষে সেটিই সত্য হতে চলেছে। জানা গেছে, পরবর্তী এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পদে একজন পাকিস্তানি মন্ত্রী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআই। খবর, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এমন সিদ্ধান্তে কেন নেয়া হয়েছে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ভারতীয় দল এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারে না যা এসিসি আয়োজিত এবং যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটি জাতির অনুভূতির বিষয়।

আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যে আমরা আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছি, এবং ভবিষ্যতে তাদের আয়োজিত ইভেন্টগুলিতেও আমাদের অংশগ্রহণ আপাতত স্থগিত। আমরা ভারত সরকার-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও।

তাই বিসিসিআইয়ের এই অবস্থান সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের উপর প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছে।

এতে, টুর্নামেন্টটি আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা-ও উঁকি দিচ্ছে।

কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তারা নিজেদের প্রত্যাহার করে নেয়ায় নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে।

শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মহিলা ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের কথা জানিয়েছে গণমাধ্যমটি।

Share Now

এই বিভাগের আরও খবর