পরীক্ষায় নকল করলেই শাস্তি, ডিআইইউ ভিসির কড়া হুঁশিয়ারি

আপডেট: May 19, 2025 |
inbound7010433713404241105
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

সোমবার (১৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, “ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।

এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে বলেন, “সফলতা কেবল সনদে নয়, চরিত্র ও সততার মাধ্যমে অর্জিত হয়।

আমরা চাই, ডিআইইউ থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির জন্য গর্বের প্রতীক হয়ে উঠুক।”

ডিআইইউ সাংবাদিক সমিতির প্রশংসা করে উপাচার্য বলেন, “এই বিশ্ববিদ্যালয় তোমাদের। বিশ্ববিদ্যালয়ের পরিপূরক হিসেবে তোমরা কাজ করবে এবং সত্য তুলে ধরবে। তোমরা ভালো কাজ করছো।

আমরা চাই ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তোমাদের কার্যক্রম পরিচালনা করো এবং বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে তুলবে।”

Share Now

এই বিভাগের আরও খবর