বগুড়ায় তিনদিন ব্যাপী মেয়েদের কাবাড়ি প্রশিক্ষণের শুভ উদ্বোধন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী মেয়েদের কাবাড়ি খেলার প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ মে (মঙ্গলবার) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচুর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাউল করিম।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল এয়াদুূদ ও কাবাডি প্রশিক্ষক গোলাম আযম রোমান।
ইউনিসেফ এর সহায়তায় এ প্রশিক্ষণে মোট ২৫জন স্কুলছাত্রী অংশ নিচ্ছে। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি মাঠে ২১মে হতে ২৩ মে পর্যন্ত মোট তিনদিন এই প্রশিক্ষণ চলবে।