গাজায় ত্রাণ ঢুকলেও বিতরণ বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে আর্ন্তজাতিক চাপ বাড়ছে

আপডেট: May 21, 2025 |
inbound3151854260716788687
print news

গত দুই দিনে গাজায় ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ৯৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ছিল ময়দা, শিশুখাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

তবে জাতিসংঘ বলছে, এসব ত্রাণ সেখানে পৌঁছালেও তা এখনো বিতরণ শুরু হয়নি। ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

গত রোববার ইসরায়েল গাজায় একটি সীমিত পরিসরে খাবার প্রবেশের অনুমতি দেয়। তবে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন।

এদিকে গাজায় ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। যুক্তরাজ্য ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

তবে, এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাহ্যিক চাপ ইসরায়েলকে তার অবস্থান থেকে সরাতে পারবে না”।

Share Now

এই বিভাগের আরও খবর