বগুড়ার শাজাহানপুরে মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্পে’র মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট: May 22, 2025 |
inbound2159885371429128751
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২১মে (বুধবার) বেলা ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ মিলানায়তনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) খামার বাড়ি বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএই খামার বাড়ি ঢাকার পরিচালক (উদ্ভিদ সংনিরোধ উইং) কৃষিবিদ মোঃ আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন ডিএই বগুড়া আঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ,মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড, আখতার জাহান কাঁকন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজের সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠিত আরও অংশ নেন তিএই খামার বাড়ি বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এখলাস হোসেন সরকার,শাজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন।

Share Now

এই বিভাগের আরও খবর