ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুলের নিহতের ঘটনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আপডেট: May 23, 2025 |
inbound2332922992676049029
print news

ডিআইইউ প্রতিনিধি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসানের নিহতের ঘটনায় তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নং আবাসিক হোস্টেলে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো: রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসাইন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উপস্থিত সকলেই নিহত মাহমুদুল হাসানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২টা থেকে ২টার মধ্যে মাহমুদুল হাসানের রক্তাক্ত মরদেহ রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল প্রকল্পের ১২৫ নম্বর পিলারের পাশে পড়ে থাকতে দেখা যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ এখনো তার রহস্য উদঘাটনে কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর