বগুড়ার গাবতলীতে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ০১

আপডেট: May 23, 2025 |
inbound7629410807282490909
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলাধীন চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন বগুড়া থেকে গাবতলীগামী পাকা সড়কের উপর গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজি ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৩ মে) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে।

inbound2005593801918135254

এই ঘটনায় ৩জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম মতি (৬০)। আহতরা হলেন- মোছাঃ রুবিয়া ইসলাম বিউটি (৫৫), স্বামী মোঃ সাইফুল ইসলাম মতি, মোঃ টিপু সুলতান (৪৫), পিতা মৃত মজিবুর রহমান, সর্ব সং বগুড়া শহরের ঠনঠনিয়া (হাড়িপাড়া), বগুড়া। মোঃ আলমগীর হোসেন আলম (৪২), পিতা লেবু, গ্রাম অজ্ঞাত, থানা সোনাতলা।

আহত ব্যক্তিদের কে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম মতিকে মৃত ঘোষণা করেন ও অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।।

Share Now

এই বিভাগের আরও খবর