বগুড়ায় মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
২৫ মে (রবিবার) সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে মিডিয়স কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অতিথি বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, দৈনিক সকলের খবর পত্রিকার সম্পাদক আলহাজ ওয়ালিউর রহমান দোয়েল, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং তরুণ ব্যবসায়ী আলহাজ্ব জরজিস হোসেন।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ও খালেদ মাহমুদ রুবেল।
এছাড়াও উপস্থিতি ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক মির্জা সেলিম রেজা , এফ শাহজাহান মমিনুর রশিদ শাহিন,আমিনুর রহমান কোয়েল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলির রহমান জামিল,দিনিক মহাস্থানের প্রকাশক তানভীর আলম রিমন,বগুড়া ফটো জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম, শামীম আলম, তোফাজ্জল হোসেন, সানাউল হক শুভসহ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী দিনের প্রাথম খেলায় শহীদ সাব্বির একাদশ ৪৮ রানে শহীদ কমর উদ্দিন একাদশকে পরাজিত করে।টসে জিতে শহীদ কমর উদ্দিন একাদশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।শহীদ সাব্বির একাদশ ১ উইকেট হারিয়ে ১১৩ রাত সংগ্রহ করে।
দলের পক্ষে আব্দুস ছালাম অপরাজিত ৪৬ রান এবং দেলোয়ার অপরাজিত ৩৯ রান করেন।টি এম,মামুন একমাত্র উইকেটটি নেন।
জনাবে শহীদ কমর উদ্দিন একাদশ ৪ উইকেট হারিয়ে ৬৫ রান করলে শহীদ সাব্বির একাদশ জয় পায়।দলের পক্ষে আব্দুস ছালাম ২টি এবং প্রতিক ওমর ১টি উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুস ছালাম।
দিনের দ্বিতীয় খেলায় শহীদ রাতুল একাদশ ১০ উইকেটের বিশাল ব্যাবধানে জয় লাভ করে শহীদ সিয়াম একাদশের বিপক্ষে।
টসে জিতে রাতুল একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।শহীদ সিয়াম একাদশ ১ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে।সামিউল ১৮ এবং তানভীর রিমন অপরাজিত ১৭ রান করেন।
সাহাদুল ইসলাম সাদু এরকম উইকেটটি নেন।জবাবে দুই ওপেনার অরুপ রতন এবং তানজিজুল ইসলাম স্বরণ ৭.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করেন। দলের পক্ষে স্বরণ সর্বোচ্চ ৩৮ ও অরুপ ২৩ রানে অপরাজিত থাকেন।
ম্যান অব দ্যা ম্যাচ হন স্বরণ।ম্যাচ পরিচালনা করেন জাহিদ ইকবাল জিতু ও সিরাজুল ইসলাম সাজু।
স্কোরারের দায়িত্ব পালন করেন জি.আর. কানু।
আগামীকাল সোমবার সকাল ১০টায় শহীদ শিমুল একাদশের মুখোমুখি হবে শহীদ আব্দুল মান্নান একাদশ।