মান্দায় এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: May 26, 2025 |
inbound3824840867969891117
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসডিএফের নওগাঁ জেলার ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।

স্টেকহোল্ডার কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এসডিএফ এর সুবিধাভোগীরা।

কর্মশালায় সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন, তাদের মিশন হলো, সমন্বিত কর্মসূচির সহায়তায় দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তাদের ক্ষমতায়ন দক্ষতা বৃদ্ধি ঝুঁকি নিরসন ও বিপদান্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।

এর মধ্যে মান্দা উপজেলায় ছয়টি ইউনিয়নের ৫০টি গ্রামের ৭হাজার ৯৪০ জন উপকারভোগী রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর