মগবাজারে দিনের বেলা প্রকাশ্যে ছিনতাই, ভিডিও ভাইরাল

আপডেট: May 26, 2025 |
inbound6428231464291907906
print news

রাজধানী ঢাকার মগবাজারের গ্রিনওয়ে গলিতে প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে তিন ছিনতাইকারী এক তরুণের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়েছে—এমন একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি রীতিমতো ভয় ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

পুলিশ জানায়, ঘটনাটি ১৮ মে বিকেলে ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম আবদুল্লাহ, যিনি কুমিল্লার বাসিন্দা। ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবদুল্লাহ নামের ওই তরুণ কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তিন আরোহীসহ একটি মোটরসাইকেল থেকে দুইজন তরুণ তাঁর পথ আটকান। তাদের একজন হেলমেট পরা, অপরজনের মুখে মাস্ক। উভয়ের হাতেই চাপাতি।

তারা তরুণকে চাপাতি দিয়ে আঘাত করে তাঁর ব্যাগ কেড়ে নেয়। ভুক্তভোগী পিছু ধাওয়া করে ব্যাগ ফেরত চাইলে আরও দুই দফা আঘাত করা হয় তাকে। তরুণ অসহায়ভাবে দুই হাত মাথায় দিয়ে অনুনয়-বিনয় করলেও ছিনতাইকারীরা চাপাতি উঁচিয়ে ভয় দেখিয়ে চলে যায়।

হাতিরঝিল থানার ওসি মো. রাজু বলেন, “ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা ভুক্তভোগীকে শনাক্ত করি এবং মামলা করতে বলি। রোববার রাতেই তিনি থানায় মামলা করেন।”

তিনি আরও জানান, “ছিনতাইকারীদের শনাক্ত করতে ভিডিও বিশ্লেষণসহ নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুতই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে হলেও তা প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। এর ফলে রাজধানীতে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন নাগরিকরা। অনেকেই বলছেন, “দিবালোকে যদি এমন ঘটনা ঘটে, রাতের নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ ভাবা যায়!”

Share Now

এই বিভাগের আরও খবর