পদোন্নতি বঞ্চিত ক্যাডার কর্মকর্তাদের জন্য সুখবর

আপডেট: May 26, 2025 |
inbound6254724208862575825
print news

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৬ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২৬ মে) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে চাকরিতে নানাবিধ বঞ্চনার শিকার হয়ে নিজ নিজ ক্যাডারে পদোন্নতি না পেয়ে অবসরে গিয়েছেন, তাদেরকে আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে নির্ধারিত ছক অনুযায়ী দাখিল করতে হবে। ছকটি বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত থাকবে। তবে যারা আগে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

Share Now

এই বিভাগের আরও খবর